২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক কাল

বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে আগামীকাল সোমবার। সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিশ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম নয়া দিগন্তকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শরিকদের মধ্যে টানাপোড়েন চলছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, বিশ দলীয় জোটে কোনো টানাপোড়েন বা সমস্যা নেই। দেশের সাম্প্রতিক রাজনৈতিক নানান ইস্যু, জোটের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসাসহ বিশ দলীয় জোটের আগামীতে করণীয় সম্পর্কে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top