সাহায্য পেতে রাস্তায় দাঁড়াতে হয় এটাই বড় অমানবিকতা : রিজওয়ানা হাসান

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সংস্থার (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চকবাজারের চুড়িহাট্টায় আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের এভাবে আজ সাহায্য পাওয়ার জন্য রাস্তায় দাঁড়াতে হবে এর চেয়ে বড় অমানবিকতা আর কিছু নেই।

তিনি ওই ভবনের মালিকের নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করে ব্যবসায়ীদের সহায়তা করারও দাবি জানান। একইসাথে যারা আইনের কোনো তোয়াক্কা না করে এই ভবনে কেমিক্যালের অবৈধ ব্যবসা করতে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবিতে মানববন্ধনে উপস্থিত হয়ে এ দাবি জানান।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্তদের চিরস্থায়ী একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা বাবা বা ভাইকে হারিয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। নিহতদের পরিবারে যারা চাকরি করার উপযুক্ত আছেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করারও দাবি জানান তিনি।

ঐক্যবদ্ধ সকল সামাজিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক রাসেল কবির।

চুড়িহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ব্যবসায়ী, নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। এছাড়া ছোট-বড় প্রায় ৪০টি স্বেচ্ছাসেবী সংগঠনও মানববন্ধনে অংশ নেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top