রাজধানীতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। র্যাব জানায়, নিহতরা আন্তঃজেলা গাড়ি চোরাই চক্র ও ডাকাত দলের সদস্য ছিলেন।
আজ শুক্রবার ভোর চারটার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র্যাবের তল্লাশিচৌকির কার্যক্রম চলার সময়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক মহিউদ্দীন ফারুকী।
র্যাব-২ সূত্র জানায়, সাতরাস্তা এলাকায় ডাকাতি শেষে একদল ডাকাত পালিয়ে যাচ্ছিল এমন খবরে সাত রাস্তায় চেকপোস্টে তৎপরতা বৃদ্ধি করে র্যাব। ভোর চারটার দিকে পালিয়ে আসা দু’জনকে থামতে বললে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। এক পর্যায়ে র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে নাঈম (৩৫) ও জামাল (৩৮) নামে দু’জন গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই সময় ঘটনাস্থল থেকে গাড়ি ও বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। ডাকাত দলের বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন অধিনায়ক মহিউদ্দীন ফারুকি।