গাঁজায় পাওয়া গেছে মনুষ্য মল। সমানে খাচ্ছে ইউরোপিয়ানরা। স্পেনের মাদ্রিদের রাস্তা থেকে সংগৃহীত গাজা পরীক্ষায় পাওয়া গেছে ই-কোলি নামক ব্যাকটেরিয়া ই-কোলি কলেরা, ডায়রিয়ার জন্য দায়ী। রাস্তায় বিক্রি হওয়া এসব গাজা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। গবেষকদের দাবি, ইউরোপের রাস্তায় বিক্রি হওয়া বেশির ভাগ গাঁজায় রয়েছে মল। মলের মধ্যে থাকা জীবাণু পেটে চলে যেতে পারে। ফলে ডায়রিয়া কলেরা হয়ে নষ্ট হতে পারে কিডনি।
মাদ্রিদের কম্পুটেন্স ইউনিভার্সিটির ফার্মাকোলজিস্ট জোস মেনুয়েল মরোনো পেরেজ মাদ্রিদের রাস্তা থেকে গাঁজার ৯০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষাটি করেন। তার গবেষণাটি ফরেন্সিক জার্নালে প্রকাশিত হয়েছে প্যারেজ বলেন রাস্তায় মল মিশ্রিত গাজা শুধু মাদ্রিদ নয় ব্রিটেনসহ অন্যান্য দেশের রাস্তাতেও বিক্রি হয়।