কামিল মাদরাসায় অধ্যক্ষ পদে আবেদন করার ক্ষেত্রে দাখিল মাদরাসার অধ্যক্ষ অথবা কামিল মাদরাসার উপাধ্যক্ষ পদের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমন নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে ২ এপ্রিল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল্লা আল বাকী। তিনি আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি জানান, ২০১৮ সালের বেসরকারি শিক্ষক নীতিমালায় কামিল মাদরাসায় অধ্যক্ষ পদে আবেদন করার ক্ষেত্রে দাখিল মাদরাসার অধ্যক্ষ অথবা কামিল মাদরাসার উপাধ্যক্ষ পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমন শর্ত উল্লেখ করে। এই শর্তটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট করেন তেজগাঁও কামিল মাদরাসার সহকারী প্রভাষক মো: নেয়ামত উল্লাহ।
নেয়ামত উল্লাহর আইনজীবী আব্দুল্লা আল বাকী আরো জানান, বেসরকারি শিক্ষক নিয়োগ নীতিমালায় এমন শর্ত মৌলিক অধিকার লঙ্ঘন। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছি। শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছেন।