ভারতের মহাকাশ অস্ত্র পরীক্ষা নিয়ে পাকিস্তানের বক্তব্য

আন্তর্জাতিক মহাশূন্যে ভারতের উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার সম্ভাব্য মারাত্মক প্রভাব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৭ মার্চ ভারত ঘোষণা করেছে যে দেশটি একটি স্যাটেলাইট বিরোধী (এএসএটি) ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এটি একটি পরিবর্তিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পৃথিবীর চারপাশে নিম্নকক্ষপথে তার নিজস্ব উপগ্রহগুলোর একটিকে ধ্বংস করে।

মঙ্গলবার প্রকাশিত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অ্যান্টি-স্যাটেলাইট পরীক্ষাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয় হওয়া উচিত, শুধু মহাকাশে ধ্বংসাবশেষ সৃষ্টিই নয় শান্তিপূর্ণভাবে ক্রিয়াকলাপ পরিচালনা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের ওপর এর প্রভাব ফেলবে।’

পাকিস্তান বলেছে, ভারতের এই পরীক্ষা মহাকাশের শান্তিপূর্ণ পরিবেশের জন্য ক্ষতিকর। অস্ত্রের প্রতিযোগিতায় প্রবেশের কোনো ইচ্ছা পাকিস্তানের নেই। মহাকাশের অসামরিকীকরণের শক্তিশালী সমর্থক পাকিস্তান। মহাকাশ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কেউই হুমকি তৈরি করবে না এটা নিশ্চিত করতে আর্থসামাজিক উন্নয়নের জন্য সমমনা দেশগুলোর সাথে আন্তর্জাতিক আইনের মধ্যকার ফাঁকগুলো মোকাবেলা করতে শান্তিপূর্ণভাবে কাজ চালিয়ে যাব আমরা। বর্তমানে মহাকাশে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক চুক্তি নেই।

১৯৬৭ সালের মহাকাশ চুক্তিতে স্বাক্ষরকারী ভারত ও পাকিস্তান, যাতে মহাশূন্যে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে কিন্তু প্রচলিত অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেনি।

ভারতের বিরুদ্ধে নাসার অভিযোগ
তা ছাড়া মহাশূন্যে ভারতের উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে ‘বিপজ্জনক ব্যাপার’ অ্যাখ্যা দিয়ে এর ধ্বংসাবশেষ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ভারতীয় ওই উপগ্রহের ধ্বংসাবশেষের সাথে আইএসএসের সংঘর্ষের শঙ্কা ৪৪ শতাংশ বেড়ে গেছে বলে ভারতের ওই পরীক্ষা চালানোর ১০ দিন পেরিয়ে যাওয়ার পর মন্তব্য করেছেন সংস্থাটির প্রধান জিম ব্রাইডেনস্টাইন। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এখনো নিরাপদ। যদি এর পথকে সাময়িকভাবে পরিবর্তন করতে হয়, আমরা তা করব।’ ব্রাইডেনস্টাইন এ উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর সমালোচনা করেছেন।

এক মাস আগে ব্যর্থ হয়েছিল
এ দিকে এনডিটিভি জানায়, মহাশূন্যে ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে একটি ক্রিয়াশীল উপগ্রহকে ধ্বংস করার এক মাস আগেও ভারতের একই রকমের আরেকটি পরীক্ষা ব্যর্থ হয়েছিল বলে জানিয়েছেন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের এক বিশেষজ্ঞ। ১২ ফেব্রুয়ারিতেও ভারত একই রকম একটি পরীক্ষা চালিয়ে ব্যর্থ হয়েছিল বলে মার্কিন সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে দাবি করেছেন বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top