নারায়ণগঞ্জে পুলিশের বাধায় যুবদলের মিছিল পণ্ড

দীর্ঘদিন পর নারায়ণগঞ্জের রাজপথে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। তবে তা বেশিদূর এগোতে পারেনি। পুলিশের বাধার মুখে পড়ে পণ্ড হয়ে যায় মিছিলটি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলটি করতে চাইলে তা পণ্ড করে দেয় পুলিশ।

বিক্ষোভ মিছিল উপলক্ষে যুবদলের নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে থাকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে বালুর মাঠে । পরে সকাল দশটার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা যুবদল। এসময় যুবদলের নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান ছিল- ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।’ যুবদলের মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে চাষাড়া শহীদ মিনারের দিকে আসতে থাকলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সদর মডেল থানার ওসি (অপারেশন) জয়নাল আবেদীন এসে বাধা দেন। পুলিশের বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) জয়নাল আবেদীন জানান, জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করায় যুবদলের মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছি।

জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি স্বপন চৌধুরী, আফজাল কবির, পারভেজ মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, মহানগর যুবদল নেতা মহিউদ্দিন শিশির প্রমুখ ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top