রাজধানী ঢাকায় আবারো ভয়াবহ আগুন লেগেছে। খিলগাঁও ফ্লাইওভার সংলগ্ন কামারপট্টি কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার রাত ৩টা ১৫ মিনিটে লাগা এ আগুনে কয়েকটি দোকান পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে গেছে গেছে।
কামারপট্টি কাঁচাবাজারে মুদি দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে।অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরে বিস্তারিত জানানো হবে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে ।
ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভাতে সহায়তা করছে।বালতি ভর্তি করে তারা পানি দিচ্ছেন।আশপাশের বিভিন্ন মসজিদ থেকে পানির সংযোগ নিয়ে আগুন নেভানো হয়েছে।