ঢাকাWednesday , 3 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে নৌকা সমর্থকদের হাতে আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় নৌকা সমর্থকদের হামলায় আহত পথচারী পুলিশ কনস্টেবল শাখাওয়াত হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬ টায় মারা গেছেন। নিহত শাখাওয়াত পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার মহিশরন গ্রামের মৃত-মগবুল হোসেনের ছেলে। তিনি সিলেট জেলখানায় পুলিশ কনেস্টবল হিসেবে কর্মরত ছিলেন।

সূত্রে জানা যায়, পঞ্চম উপজেলার চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজারে ২৮ মার্চ স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম প্রদীপ তার নির্বাচনী প্রচারনায় যান। নৌকা সমর্থরা ওই সময় প্রচারণায় বাধা দিলে উভয় পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে সতন্ত্র প্রার্থীর উপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায় নৌকা সমর্থকরা। ওই সময় প্রার্থীকে বাঁচাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। এর মধ্যে পথচারী শাখাওয়াত হোসেন নামের একজন গুরুত্বর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।

আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মোতালেব চৌধুরী জানান, এ ঘটনায় মোস্তাফিজুর রহমান স্বপন ও রবিন নামে দুইজন জেল হাজতে আছে। কয়েকজন জামিনে থাকলেও আহত পথচারী মারা যাওয়ায় আসামীদের আটকের চেষ্টা চলছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহাম্মেদ কবীর জানান, ২৮ মার্চ ঈশ্বরগঞ্জের রায়ের বাজার বাসস্ঠ্যান্ড এলাকায় রাত সাড়ে সাতটায় আ.লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হাসান সুমন এবং স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম প্রদীপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের দিকে ছোড়া ইটের আঘাতে আহত হন সাখাওয়াত হোসেন। তাকে প্রথমে ঈশ্বরগঞ্জ ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে মৃত্যুবরন করেন সাখাওয়াত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।