দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমকে ইনফিনিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি মিলনায়তনে তার হাতে বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন এই পুরস্কারটি তুলে দেওয়া হয়। জমকালো এই আয়োজনে অনেক বিশিষ্টজন সেখানে উপস্থিত ছিলেন।
ইন্টারন্যাশনাল সেন্টার অব ফটোগ্রাফি আলোকচিত্রশিল্পে বিশেষ অবদানের জন্যে এই পুরস্কারটি দিয়ে থাকে। পদক প্রদান অনুষ্ঠানে শহীদুল আলমের কাজের ওপর একটি ভিপিওচিত্র দেখানো হয়। এমনকি সম্প্রতি ফেসবুক লাইভ দিয়ে তার গ্রেপ্তার হওয়া এবং পরবর্তী ঘটনাপ্রবাহও সেই ভিডিওচিত্রে দেখানো হয়। শিক্ষার্থীদের আন্দোলন এবং সেই প্রেক্ষিতে শহীদুল আলম যে আল-জাজিরার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন সে সব ভিডিও ফুটেজও অনুষ্ঠানে দেখানো হয়।
অনুষ্ঠানে বক্তব্যে শহীদুল আলম বলেন, ফটোগ্রাফি মানুষের পক্ষে কাজ করার হাতিয়ার। সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে এ মাধ্যমটির গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি।
২০১৮ সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে কয়েকজনের সঙ্গে পার্সন অব দ্য ইয়ার হয়েছিলেন শহীদুল আলম।