স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে দুই জমজ ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-হোসেন আলী এবং মোবারক হোসেন। ফুটবল খেলতে গিয়ে তারা পানিতে ডুবে নিহত হয় বলে জানিয়েছেন সদর-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আল-আমিন।
তিনি বলেন, নগরীর জয়নুল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র ভ্যালীর সামনে ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে নিহত দুই জমজ ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। সোমবার সকাল পৌনে ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা গোয়ালকান্দি মহল্লার দুলাল উদ্দিনের ছেলে। মুসলিম ইন্সটিটিউটে ৫ম শ্রেণীর শিক্ষার্থী তারা।
পরিবারের বরাত দিয়ে পুলিশ সুপার আরো বলেন, রবিবার বিকালে বাসা থেকে ফুটবল খেলার জন্য বের হয় দুই জমজ। পরে তারা আর ঘরে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সকালে ব্রহ্মপুত্র নদের পানিতে লাশ ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।