রাস্তায় জনসাধারনের চলাচল নিরাপদ করতে বনানীর এফ আর টাওয়ারের সামনে রাস্তার উপরে নির্মাণ করা হচ্ছে লোহার ছাউনি। গত ২৮ মার্চ বনানীর এই ভবনে আগুন লাগার পর থেকেই বন্ধ রয়েছে সামনের রাস্তার এক পাশ। নগরীর ব্যস্ততম এই রাস্তায় যান চলাচল চালু করতে ও জনসাধারনের চলাচল নিরাপদ করতে এফ আর টাওয়ারের সামনে নির্মাণ করা হচ্ছে লোহার গ্রীল ও উচু ছাউনি।
দিনরাত কাজ করছেন শ্রমিকরা। মঙ্গলবার থেকে খুলে দেয়া হতে পারে রাস্তার এ অংশ।