গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর থেকেই ভবনের ওপর থেকে খসে পড়ছে পুড়ে যাওয়া এসি, বিলবোর্ড, কাচের অংশ। ভবনের আশপাশে চলাচল করাও এখন বিপজ্জনক। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ভবনের চারপাশ ঘিরে রেখেছেন। বন্ধ রয়েছে যানচলাচল। অবশ্য আগুন লাগার পর থেকেই বন্ধ রয়েছে সামনের রাস্তার এক পাশের অংশ। নগরীর ব্যস্ততম রাস্তা যানচলাচল চালু করতে ও জনসাধারনের চলাচল নিরাপদ করতে পুড়ে যাওয়া ভবনের সামনে নির্মাণ করা হচ্ছে লোহার গ্রিল ও উঁচু ছাউনি। দিনরাত কাজ করছেন শ্রমিকরা। দীর্ঘ ৫ দিন পর কাল মঙ্গলবার থেকে খুলে দেয়া হতে পারে বন্ধ এই রাস্তা।