ঢাকা-মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা মোড়ে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামে দুরপাল্লার একটি যাত্রিবাহী বাসের চাপায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মাসুম মিয়া (৩৫)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুন্সী নারানপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপার হওয়ার সময় যাত্রিবাহী পরিবহন টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামের ওই বাসটি মাসুমকে চাপা দিয়ে দ্রুততার সাথে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুমের মৃত্যু হয়।