ঢাকাSunday , 31 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মন্দিরের ভেতর প্রেমিক-প্রেমিকাকে গুলি করে হত্যা পুলিশের

Link Copied!

মন্দিরের মধ্যে গুলি করে প্রেমিক প্রেমিকাকে খুন করার অভিযোগে গ্রেফতার খোদ পুলিশই! গাজিয়াবাদে একটি মন্দিরের মধ্যে দিল্লি পুলিশের একজন পুলিশ ওই প্রেমিক জুটিকে গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দিনেশ ও তার সহযোগী পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের নাম প্রীতি ও সুরেন্দ্র। সাঁই উপবনে একটি মন্দিরের মধ্যে পাওয়া যায় তাদের লাশ। পুলিশের কথায়, প্রীতির সঙ্গে আগে সম্পর্ক ছিল পুলিশ সদস্য দিনেশের। প্রীতি সম্পর্ক ভাঙায় প্রতিশোধ নিতে এই খুন।

ডিআইজি উপেন্দ্র আগরওয়াল বলেন, মেয়েটির বাবা প্রমোদ কুমার দিনেশের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। প্রীতি ও দিনেশের মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল একথা জানতে পারায় পুলিশও প্রধান সন্দেহভাজন দিনেশের নামই তালিকায় নিশ্চিত করে। পরে, পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং ওই এলাকায় ইলেকট্রনিক নজরদারিও জারি রাখে।

এক সপ্তাহ আগেই, প্রীতি তার মোবাইল নম্বর বদল করে নেয় বলে পুলিশ সূত্রের খবর। এর পরেই সে দিনেশের সঙ্গে দেখা করা বন্ধ করে দেয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সুরেন্দ্র ও প্রীতির সম্পর্ক জানতে পারার পর, দিনেশ তাদের খুন করার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ।

গত ২৫ মার্চ, সাঁই উপবনে সাঁই মন্দিরে যাচ্ছিলেন সুরেন্দ্র ও প্রীতি। দিনেশ ও তার বন্ধু পিন্টু মন্দির যাওয়ার পথে ওই দম্পতির গাড়িটিকে অনুসরণ করেন। মন্দির থেকে সুরেন্দ্র ও প্রীতি যখন বেরিয়ে আসেন তখন দিনেশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কথা কাটাকাটির পরেই রেগে দিনেশ তাদের লক্ষ্য করে নিজের সার্ভিস পিস্তল থেকে গুলি চালিয়ে দেয় বলে পুলিশ সূত্রের খবর।

পুলিশ অভিযুক্তের কাছ থেকে তার ৯ মিমি সার্ভিস পিস্তল, তিনটি তাজা কার্তুজ এবং অপরাধে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।