ঢাকাSunday , 31 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে ডিএনসিসি মার্কেটে কম দামে পোড়া পণ্যের বাজার

Link Copied!

আগুনে আংশিক পুড়ে যাওয়া পণ্যের বাজার বসেছে গুলশান-১ ডিএনসিসি’র মার্কেটের সামনে গলিতে। শনিবার ভোরে আগুনে পুড়ে যাওয়া মার্কেটের বেশিরভাগে দোকানের প্রায় সব পণ্যই পুড়ে ছাই হয়েছে।

আজ রোববার সকালে পুড়ে যাওয়া মার্কেটের ভিতের গিয়ে দেখা যায়, পোড়া দোকানের মেঝে থেকে কর্মচারিরা আংশিক পুড়ে গেছে এমন কিছু পণ্য খুঁজে বের করার চেষ্টা করছেন। তারা এসব পণ্য মার্কেটের পূর্ব পাশের গলিতে নিয়ে বিক্রির জন্য পসরা সাজিয়েছেন।

উৎসুক জনতা যারা পুড়ে যাওয়া মার্কেট দেখতে আসছেন তারাই কম দামে এসব পণ্য কিনছেন। তবে আগুনের ঘটনায় বেশি ক্ষতি হয়েছে মাছের বাজার। এছাড়া ফলের দোকানগুলোও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

চাল ডাল আটা তেল মসলা জাতীয় পণ্য পানি আর ছাইয়ের সাথে মিশে একাকার। প্লাষ্টিক জাতীয় পণ্যও বেশিভাগ পুড়ে গেছে। তবে কোকারিজের দোকানের লোহার কড়াই, কাটা চামচ জাতীয় শক্ত পণ্যগুলো পুরোপুরি ক্ষতি না হলেও আংশিক পুড়ে গেছে। এগুলোই মূলত দর্শনার্থীরা অর্ধেক দামে কিনছেন।

রবিন নামে এক কর্মচারী জানালো, তার মালিকের দুটি দোকানই ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ধ্বংসস্তুপের মধ্য থেকে তারা আংশিক পুড়ে যাওয়া পণ্য বের করে বাইরে এনে বিক্রি করছেন।

রীতা নামে এক ক্রেতা জানালেন, তার বাসা কাছেই । তিনি এসেছেন পোড়া মার্কেট দেখতে। এখানে এসে তিনি এগুলো দেখতে এসে দামে কম পেয়ে কিনছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।