পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে যশোরের সাত উপজেলায় ভোট গ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
ভোটগ্রহণ শুরু হলেও যশোর শহরের অধিকাংশ ভোট কেন্দ্র ভোটারশূন্য। ভোটার না থাকায় নিরাপত্তায় নিয়োজিত আনসাররা অলস সময় কাটাচ্ছেন।
সকাল সাড়ে আটটায় যশোর জলা স্কুল কেন্দ্র গিয়ে দেখা যায় ভোটার নেই। এ সময় ভোটারের অপেক্ষায় মিড়িয়া কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখো গেছে।
অন্যান্য কেন্দ্রগুলোতেও ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। তবে ভোটগ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এসব উপজেলায় তিনটি পদে ৮৪ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে ২০, ভাইস-চেয়ারম্যান পদে ৩৮ এবং সংরক্ষিত ভাইস-চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী রয়েছেন। যদিও শার্শা উপজেলায় তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ হচ্ছে না। সদর উপজেলায় শুধু ভাইস-চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে।