বনানীর এফআর টাওয়ারের বর্ধিতাংশের মালিক গ্রেফতার হওয়ার পর এবার গ্রেফতার করা হয়েছে ভবনটির জমির মালিক এসএমএইচআই ফারুককে (৬৫)। শনিবার রাতে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোয়েন্দা পুলিশের ঢাকা উত্তরের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিবিসি বাংলাকে নিশ্চিত করেন, এফআর টাওয়ারের জায়গার মালিক ফারুক এবং উপরের অবৈধ অংশের মালিক তাসভীর উল ইসলামকে শনিবার রাতে গ্রেফতার করা হয়।
‘একজনকে রাত পৌনে এগারোটার সময় গুলশান থেকে এবং অপরজনকে রাত সোয়া একটা থেকে দেড়টার মধ্যে বসুন্ধরা থেকে গ্রেফতার করা হয়।’
এর আগে শনিবার তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করা হয়।
মশিউর রহমান জানান, ‘পারস্পরিক যোগসাজশে অবহেলা ও উদাসীনতার কারণে সংঘটিত অগ্নিসংযোগে প্রাণহানির অভিযোগে বনানী থানায় শনিবার মামলা দায়ের করা হয়।’
ওই পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেফতার হওয়া ফারুক এফআর টাওয়ারের ভবনের জায়গার মালিক এবং তাসভীর উল ইসলাম উপরের অবৈধভাবে নির্মিত ফ্লোরগুলোর মালিক এবং সেখানকার মালিক সমিতির সভাপতি।
‘তাদের (গ্রেফতারকৃতদের) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জেনে তারা আত্মগোপনের প্রচেষ্টায় ছিলেন’, মশিউর।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসভীর উল ইসলাম স্বীকার করেন যে, ভবনের অবৈধ অংশ রেজিস্ট্রেশনের চেষ্টা করেছিলেন তিনি।