কণ্ঠ শিল্পী খুরশীদ আলম (৭৫) বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত খুরশীদ আলমের ছোট ভাই সাংবাদিক মুরশীদ আলম জানান, খুরশীদ আলম ঢাকা থেকে বগুড়া এসেছিলেন বগুড়াস্থ জয়পুরহাট কল্যাণ সমিতির সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে। ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরের উপকণ্ঠ ঠেঙ্গামারাস্থ হোটেল মম ইন এ। শুক্রবার অনুষ্ঠান শেষে তিনি রাতে শহরের মধ্যে তার ভক্তদের সাথে সাক্ষাৎ শেষে রাত ৩টার দিকে হোটেলে ফিরছিলেন। ওই সময় শহরের প্রথম বাইপাস রোডের ঝোপগাড়ীতে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে বহনকারী একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিল্পী খুরশীদ আলম ও তার ভক্ত খোকন (৪৫) আহত হন। আহত অবস্থায় খুরশীদ আলমকে দ্রুত শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শজিমেক হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের ডাক্তার সুশান্ত কুমার জানান, খুরশীদ আলমের মুখের ৫টি দাঁত ভেঙ্গে গেছে এবং মাথায় আঘাত লেগেছে। তাকে আইসি ইউতে রাখা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।