ইসরাইলের সামরিক যান আগুনে পুড়িয়ে ফিলিস্তিনিদের প্রতিরোধ

সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় গাজার মোট ৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের গণপূর্তমন্ত্রী।

এসময় যুদ্ধবিরতি ভেঙে ফের আক্রমণে নেমেছে ইসরাইলি দখলদার বাহিনী। রামাল্লা ও বেলথহামসহ বেশ কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরাইলি বাহিনী। সংঘর্ষে আহতদের চিকিৎসায় সহায়তাকারী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করলে সংঘর্ষ জোরালো হয়। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ইরসরাইলি বাহিনীর একটি সামরিক জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বুধবার সকাল থেকে কয়েক দফা নিরীহ ফিলিস্তিনিদের বসতবাড়িতে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

এসময় পশ্চিম তীরের শরণার্থী ক্যাম্প থেকে ১১ জনসহ মোট ১৯ জন ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি বাহিনী।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top