চট্টগ্রামের লোহাগাড়াতে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ মোট আটজন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে ধরতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বুধবার রাতে লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন আটজন।
নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে মা ও শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছেন। মাইক্রোবাসের চালকও মারা গেছেন, বলে পুলিশ জানিয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
টেলিফোনে তিনি বলেন, “রাস্তায় পড়ে ছিল ডেডবডিগুলো, পুলিশ যাদের পেয়েছে তারা সবাই মাইক্রোবাসের যাত্রী।”
হাইওয়ে পুলিশের পূর্বাঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেছেন, রাত বারোটা পঞ্চাশের দিকে দুর্ঘটনাটি ঘটেছে। দুই মিনিটের মাথায় হাইওয়ে পুলিশ গিয়ে সেসময় দেখে মৃতদেহগুলো বিভিন্ন জায়গায় পড়ে আছে।
এ দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজারের কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে পুলিশ জানায়।
ওই মাইক্রোবাসে করে তারা কক্সবাজারে যাচ্ছিলেন, জানান হাইওয়ে পুলিশ সুপার।
তবে ঢাকাগামী ওই বাসের যাত্রীদের কারো ক্ষতি হয়নি বলে তিনি জানান। এদিকে বাসের চালক ও হেলপার পলাতক আছে।
সূত্র : বিবিসি বাংলা।