শহরের সিঅ্যান্ডবি ঘাট সংলগ্ন ধলার মোড়ের অদূরে পদ্মার চর থেকে রাজু মীর (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ওই যুবক ভাটিলক্ষিপুর মহল্লার জনৈক সোহরাব মীরের পুত্র। তিনি ২০১৮ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে মাস্টার্স পাশ করে বর্তমানে টিউশনি করে চলতেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজুর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহতের মামাতো ভাই আজিম জানান, গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি রাজু। এরপর গভীর রাত দুইটার দিকে তার মোবাইল থেকে একটি ম্যাসেজ আসে। সেখানে লেখা ছিলো আমার বন্ধু আসিফকে খুঁজলেই আমাকে পাওয়া যাবে। এরপর আমরা চুনাঘাটা আসিফ শেখের (২৫) বাসায় যাই। সেখানে তার হাতে ব্যান্ডেজ দেখে আমাদের সন্দেহ হলে তাকে পুলিশের হাতে তুলে দিই।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম জানান, আসিফকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য অনুযায়ী রাজুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে কি কারণে তাকে হত্যা করা হলো সে ব্যাপারে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
এদিকে তার মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।