ছাত্র বিক্ষোভের জেরে অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়

১০ দফা দাবি আদা‌য়ের লক্ষ্যে শিক্ষার্থী‌দের লাগাতার আ‌ন্দোলনের ফ‌লে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের সব কার্যক্রম অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

বুধবার (২৭ মার্চ) দিনগত গভীর রা‌তে বিশ্ব‌বিদ্যাল‌য়ের রে‌জিস্ট্রার হাসিনুর রহমান স্বাক্ষ‌রিত এক নো‌টি‌শে বিষয়‌টি নি‌শ্চিত হওয়া যায়।

নো‌টি‌শে উল্লেখ করা হয়, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভূত অন‌ভি‌প্রেত ঘটনার প‌রি‌প্রে‌ক্ষি‌তে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী‌দের নিরাপত্তার ও বিশ্ববিদ্যাল‌য়ের আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি সার্বিক প‌রি‌স্থি‌তি সমুন্নত রাখার স্বা‌র্থে উপাচা‌র্যের ক্ষমতা ব‌লে ২৮ মার্চ থে‌কে ব‌রিশাল বিশ্বাবদ্যাল‌য়ের সব ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় একা‌ডে‌মিক কার্যক্রম অনি‌র্দিষ্টকা‌লের জন্য বন্ধ ঘোষণা করা হ‌লো।’

এদিকে প্রশাসনের ওই নোটিশ দেখার পর রাত আড়াইটার দিকে আবাসিক হলের শিক্ষার্থীরা বাইরে চলে আসেন। উত্থাপিত দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা।

শিক্ষার্থীরা জানান, আন্দোলন থামাতে উপাচার্য নিজেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন। এতে তার নৈতিক পরাজয় হয়েছে।

এজন্য সাধারণ শিক্ষার্থীদের উত্তাপিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আজ সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করবেন তারা।

পাশাপাশি কেউ হলও ছাড়বেন না বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top