কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম শহিদ মিয়া (৫০)। এ ঘটনায় চাঁন মিয়া (৫৫) নামে আহত হয়েছেন আরোক এক কৃষক। বুধবার দুপুরে উপজেলার বরাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৃষক শহিদ মিয়া উপজেলা পৌর সদরের বরাটিয়া গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে আকাশ মেঘাছন্ন হয়ে বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। এই সময় কৃষক শহিদ মিয়া কৃষি জমিতে কাজ করছিলেন। একপর্যায়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় তার পাশে থাকা চাঁন মিয়া নামের আরেক জন কৃষক আহত হন।
পরে আহত চাঁন মিয়াকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।