দিনাজপুরের নবাবগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্রক্তির নাম আলম মিয়া (৪৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া ভাদুরিয়া বাজারের মৃত আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে।
বায়োজিত আহম্মেদ কাবা নামে ভাদুরিয়া বাজারের এক ব্যবসায়ী বলেন, নিহত আলম মিয়া ওই রাস্তা হয়ে হেঁটে বাজারের দিকে আসছিলেন। এসময় বিরামপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি বাস পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরো একজন।