মাত্র ১৭ বছর বয়স। জম্মু–কাশ্মীরের তরুণ পেসার রশিক সালাম অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন। দিল্লির বিরুদ্ধে মুম্বই ম্যাচটা হেরে গেলেও তরুণ পেসার অনেকের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। যেমন মুম্বই ইন্ডিয়ান্সের সিনিয়র ক্রিকেটার যুবরাজ সিং তো বলেই দিলেন, ‘নেটে ভালো সুইং করায় রশিক। তাই প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছে ছেলেটি। একটা চার ও ছয় খেয়েছে। তবে বোলিংটা ভালোই করেছে রশিক।’
এরপরই যুবরাজের সংযোজন, ‘চাপের মুখে প্রথম ম্যাচে রশিক বেশ ভালো বল করেছে। দেখে মনে হলো রশিক আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে। আগামী ২–৩ বছরের মধ্যে রশিক সম্পদ হয়ে উঠবে।’
মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ডও সালামের প্রশংসা করে বলেছেন, ‘চ্যালেঞ্জটা নিলো সালাম। প্রস্তুতি শিবিরে ওকে দেখেই বেশ ভালো লেগেছিল। অভিষেকে যে পরিণতবোধ দেখাল তার প্রশংসা করতেই হবে। মুম্বইয়ের অন্যতম ভরসা হয়ে উঠবে একদিন। সবচেয়ে বড় কথা সালামের মধ্যে শেখার খিদে রয়েছে।’
জাহির খানও তরুণ পেসারে মুগ্ধ। বললেন, ‘রোহিত কিন্তু বেশ মুগ্ধ সালামের পারফরম্যান্সে। আগামী কয়েকটা ম্যাচেও সুযোগ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সালামের।’