দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শুরু করা হয়।
পরে শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকল স্তরের জনগন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ, নব নিবার্চিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জি, মুক্তিযোদ্ধা ইউনিট, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, বিএনপি সহ রাজনৈতিক সামজিক সকল সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও সাহিত্য সমাজ, মহিলা পরিষদসহ বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্টান ও সংগঠন পুস্পস্তবক অর্পন করে।
পরে সকাল ৮টায় সুসং সরকারী মহা বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অভিবাধন গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকতা তোফায়েল আহমের্দ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক ও ওসি মিজানুর রহমান। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে কুজকাওয়াজের পরে শারীর চর্চা প্রদর্শন করে।