ফরিদপুরের কানাইপুরে ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের নাম পারিজাত বিশ্বাস ওরফে শুভ (২২)। সোমবার দুপুরে তার নিজ ঘরের ভিতর থেকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পারিজাত বিশ্বাস ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্সের শেষ বর্ষের ছাত্র ছিলো। তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর সাহাপাড়া গ্রামের মৃত অসিত বিশ্বাসের পুত্র। তার মা শান্তি রানি বিশ্বাস ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত রযেছেন। দুই ভাইয়ের মধ্যে পারিজাত বিশ্বাস ছিলেন ছোট।
প্রতিবেশী অমি বিশ্বাস জানান, সোমবার দুপুর সোয়া ১টার দিকে জানালা দিয়ে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায় পারিজাতকে। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে নামিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, একজন মেধাবী ছাত্রের অপমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বলেন, পরিবারের আবেদনের ফলে নিহত পারিজাতের লাশ ময়নাতদন্ত ছাড়াই সৎকার করার প্রক্রিয়া চলছে।