ময়মনসিংহে ব্ল্যাক আউট কর্মসূচী পালন হয়নি

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশে ব্ল্যাক আউট কর্মসূচি পালিত হলেও ময়মনসিংহে তা বাস্তবায়ন হয়নি। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে আজ সোমবার (২৫ মার্চ) রাত ৯টায় সারাদেশে বিদ্যুৎ ব্যবস্থা সাময়িকভাবে ১ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হলেও ময়মনসিংহে তা হয়নি। ১৯৭১ এ গণহত্যার শিকার হওয়া শহীদদের স্মরণে সারা দেশবাসীর সফল হলেও ময়মনসিংহবাসী তা পালনে ব্যর্থ হলো।

এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২৫ মার্চ কালরাত বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত। সেই রাতটিকে স্মরণ করতে সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।

এই আয়োজন বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আগামী প্রজন্মকে সেদিনের ভয়াবহতা জানাতে হবে। আলো জ্বেলে আমরা যেমন স্মরণ করি তেমনই কালরাতের অন্ধকার আমাদের বুঝতে সহায়তা করবে কী ভীষণ বিভীষিকার ছিল সেদিন।’

এ ব্যাপারে কেওয়াটখালী সাব স্টেশনের এজিএ তফাজ্জল ময়মনসিংহ লাইভ ডটকমকে জানান, আমাদের কাছে ব্ল্যাক আউট পালন করার নির্দেশনা ছিলো। তবে এনএসআই এর নির্দেশ থাকায় নির্দেশটি মানা হয়নি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top