বাংলাদেশে কোনো মানবতা নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে। সারা বিশ্বে সেদেশের সরকারপ্রধান যেখানে মানবতার মূর্ত প্রতীক হয়ে উঠেছে সেখানে বাংলাদেশ ঠিক তার উল্টো অবস্থানে রয়েছে। এদেশ এখন খুন, গুম আর অন্যায়ের জনপথ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ও নিহতদের প্রতি শোক ও সংহতি সভায় তিনি এ কথা বলেন।
আমরা সম্পূর্ণ এক বিপরীত দুনিয়ায় বাস করছি উল্লেখ করে এক সময়ের তুখোড় এই ছাত্রনেতা বলেন, এদেশে এখন মানবতার চাষ হয় না, এখানে হচ্ছে প্রতিহিংসা আর জিঘাংসার চাষ।
তিনি বলেন, ভোটের অধিকার কেড়ে নিয়ে মানবতার পক্ষে কোনো কাজ করা যায় না। রাস্তাঘাটে নির্বিচারে ছাত্রদের পিষিয়ে হত্যা করা হচ্ছে। প্রতিবাদ করারও কোনো অধিকার নেই। অর্ধেকের বেশি চালকের বৈধ লাইসেন্স নেই। এসব দেখবে কে? যাদের দেখার দায়িত্ব তারাও কোনো কাজ করছে না।
নিউজিল্যান্ডের প্রসঙ্গে তিনি বলেন, সেখানে ধর্মকে তারা রাজনীতির উপজিব্য তৈরি করেনি। তাই সবাই এক কাতারে এসে দাঁড়াতে পেরেছেন।