ঢাকাMonday , 25 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জামানত হারালেন আওয়ামী লীগের প্রার্থী

Link Copied!

শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীসহ পাঁচজন প্রার্থী জামানত হারিয়েছেন। রোববারের এ নির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

জামানত হারানো প্রার্থীরা হলেন আ’লীগ মনোনীত প্রার্থী আশরাফ হোসেন খোকা (নৌকা প্রতীকে ৮১১৪ ভোট), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ সোহাগ (ঘোড়া প্রতীকে ৭৯৫০ ভোট), আব্দুল মতিন (দোয়াত কলম প্রতীকে ৩৬৮৯ ভোট), এরশেদুল আলম জর্জ (হেলিকপ্টার প্রতীকে ২৩৮) ও একেএম পারভেজ সরোয়ার আলম (কাপ-পিরিচ প্রতীকে ১২২ ভোট)।

এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৩৩ হাজার ৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি শেরপুর জেলা ও শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল আনারস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৭১ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৫৯৮ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম জলি সরকার কলসি প্রতীকে ৩৯ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।