রাজধানীর শেওড়াপাড়ায় তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় নুরুল ইসলাম শান্ত নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থেকে টঙ্গীগামী তেঁতুলিয়া পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৭৩৫৩) ও এক চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম সাইফুল ইসলাম।
মিরপুর থানার ওসি দাদন ফকির জানান, নিহত নুরুল ইসলাম শান্ত পেশায় একজন মোটর মেকানিক, বাসা মগবাজার এলাকায়।
ওসি আরো জানান, তেঁতুলিয়া পরিবহনের বাসটি শান্তর মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন শান্ত। সেখান থেকে তাকে উদ্ধার করে শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।