ঢাকাMonday , 25 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে নৌকার চেয়ে স্বতন্ত্র বেশি বিজয়ী

Link Copied!

লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা দুইটিতে আর স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে তিনটিতে।

লক্ষ্মীপুর সদর উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্উদ্দিন টিপু (দোয়াত-কলম) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট রহমতউল্যাহ বিপ্লব, (বৈদ্যুতিক বাল্ব) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী খালেদা আক্তার (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

রায়পুর উপজেলায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মারুফ বিন জাকারিয়া (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজী মাজেদা বেগম (প্রজাপতি) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

রামগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাইয়া আক্তার শিউলী নির্বাচিত হয়েছেন।

কমলনগর উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী (দোয়াত-কলম) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুক সাগর (টিয়াপাখী) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার রক্সি (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

রামগতি উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে রাহিদ হোসেন (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ফারুক (কলস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।