তৃতীয় ধাপে মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। উপজেলার বানিয়াজুরী বালিয়াখোড়া ও বড়টিয়া কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি খুবই নগণ্য। তবে একাধিক প্রার্থী ও তাদের প্রতিনিধিরা জানান বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে।
উপজেলা উপজেলার কোনো ভোটকেন্দ্রে কোন প্রকার আপত্তি ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
উপজেলার চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এলাকার অনেক ভোটারদের মধ্যে নেই নির্বাচনী উৎসবের আমেজ।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, বর্তমান ঘিওর উপজেলা চেয়ারম্যান ও যুবদলের সাবেক সভাপতি খন্দকার লিয়াকত হোসেন (আনারস) এবং সাবেক যুবদল যুগ্ন আহবায়ক এ্যাডঃ আব্দুল আলীম খান মনোয়ার (দোয়াত কলম) প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছে।
কৃষকলীগের সাবেক সভাপতি বেনজির আহম্মেদ (ঘোড়া) প্রতীক নিয়ে ক্ষমতাসীন দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন। সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন করতে নির্বাচন কমিশন এবং স্থাণীয় প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা (প্রজাপতি), জ্যোৎস্না শিকদার (কলস), তাঞ্জিয়া খন্দকার (হাঁস)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন মোঃ ফজর আলী (চশমা), মোঃ আতোয়ার রহমান (বই), মুহাম্মদ ফরহাদ হোসেন (টিয়া পাখি), আবু আছেম (মাইক), মোহাম্মদ শামীম মিয়া (টিউবওয়েল), আব্দুল আলীম (তালা), মোঃ রেজাউল করিম (উড়োজাহাজ), মোঃ শামীম হোসেন খান (বৈদ্যুতিক বাল্ব) মার্কা নিয়ে নির্বাচনের মাঠে রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে ৫৩ জন প্রিজাইডিং অফিসার, ৩৩৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৬৭৬ জন পোলিং অফিসার ৫৩ জন অতিরিক্ত পোলিং অফিসার ট্রেনিং করে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্র সংখ্যা ৩৩৮টি। মোট ভোটার সংখা ১ লাখ ১৮ হাজার ৯০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ১৪৮ জন এবং মহিলা ভোটার ৫৯ হাজার ৭৫৩ জন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, প্রতিটি কেন্দ্রে ১০/১২ জন আনসার, ৪ জন পুলিশ দেওয়া হয়েছে। ১৪টি মোবাইল টিম সার্বক্ষনিক পর্যবেক্ষন করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।