চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্র দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দু’জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে মো: ফরহাদ (২২) নামে একজন কনস্টেবলের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অপরজন ইন্সপেক্টর মো: শাহ আলম।
আজ রোববার সকাল ১০টার দিকে পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিতে আহত পুলিশ সদস্য মো: ফরহাদকে (২২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, ওই পুলিশ সদস্যের অণ্ডকোষ ছিঁড়ে গেছে।
এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ এক ঘণ্টা স্থগিত রাখার পর আবার শুরু হয়েছে।
পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো: মতিন স্থানীয় সাংবাদিকদের জানান, সকালে একটি পক্ষ জোর করে ব্যালটে সিল মারতে চেষ্টা করে। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এরপর এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছে।
জানা যায়, নৌকার প্রতীকের প্রার্থী কে এম নাজিম উদ্দীনের সমর্থকদের সাথে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর (দোয়াত-কলম মার্কা) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, পটিয়ার পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।