জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে সংসদের বিরোধী দলীয় উপনেতা হিসেবে মনোনীত করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী শনিবার এ তথ্য জানান। ফলে এখন থেকে রওশন এরশাদ উপমন্ত্রীর মর্যাদা পাবেন এবং সে অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
এরশাদ তার সাংগঠনিক নির্দেশে বলেন, সংসদীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে অপসারণ করে রওশন এরশাদকে মনোনীত করা হলো।
এরশাদ গঠনতন্ত্রের ২০১ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং তার এই মনোনয়ন গ্রহণের জন্য স্পিকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাতে জিএম কাদেরকে পার্টির কো চেয়ারম্যান থেকে বাদ দেন এরশাদ।