সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে হারিস সোহেলের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে পাকিস্তান। যদিও এক পর্যায়ে রানের পাহাড় গড়ার আভাস দিয়েছিল দলটি; কিন্তু শেষ দিকে দ্রুত রান তুলে ব্যর্থ হওয়ায় নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ২৮০ রানে থামতে হয়েছে তাদের।
অধিনায়ক সরফরাজ আহমেদসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রেখে মরুর বুকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে নেমেছে পাকিস্তান। এটি তাদের প্রায় দ্বিতীয় সাড়ির দল বলা যায়। সরফরাজ ছাড়াও ফখর জামান, হাসান আলী, শাদাব খান, মোহাম্মদ হাফিজের মতো নিয়মিত খেলোযাড়দের বিশ্রামে রেখেছে পাকিস্তান।
শুক্রবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক শোয়েব মালিক। বিশ্রামে থাকা ফখর জামানের জায়গায় ইমাম উল হকের সাথে ইনিংস ওপেন করেছেন শান মাসুদ। ইমাম ১৭ ও মাসুদ ৪০ করে আউট হলে ইনিংসের হাল ধরেন অনেকদিন পর দলে ফেরা ওমর আকমল ও হারিস সোহেল।