ইরাকের মসুলে টাইগ্রিস নদীতে ফেরি ডুবে প্রায় ১০০ জনের মতো নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদের অধিকাংশ নারী ও শিশু। ধারণা করা হচ্ছে ফেরিটিতে ২০০ জনের মতো ছিলেন। খবর বিবিসির।
নববর্ষ উদযাপনের জন্য লোকজন ফেরিটি দিয়ে একটি পর্যটন দ্বীপে যাচ্ছিলেন।
মসুলের বেসামরিক সুরক্ষা সংস্থা বলছে, যাত্রীদের অধিকাংশই সাঁতার জানতো না।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এ দুর্ঘটনায় ৯৪ জনের প্রাণহানি ঘটেটে। এদের মধ্যে ৬১ জন নারী ও ১৯টি শিশু রয়েছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৫ জনকে।