কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছে এক ভারতীয় সেনা। বৃহস্পতিবার ভারত অধিকৃত কাশ্মিরের রাজৌরিতে এই হামলা চালায় পাকিস্তান। ভারতের অভিযোগ, নিয়ন্ত্রণ রেখার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে যশ পাল নামে এক ভারতীয় সেনা নিহত হয়েছে।
এনডিটিভি অনলাইন জানিয়েছ, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে হামলা চালায় পাকিস্তানি সেনারা। যার ফলে নিহত হলেন ২৪ বছরের রাইফেলম্যান যশ পাল। সুন্দরবনী সেক্টরে হামলা চালিয়েছিল পাকিস্তান। এই নিয়ে গত জানুয়ারি থেকে নিয়ন্ত্রণরেখায় ১১০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করল ভারতের এই প্রতিবেশি দেশ।
সংবাদ মাধ্যমটি আরো লিখেছে, এর আগে সোমবার রাতেও পাকিস্তান সেনারা মর্টার বোম ছুঁড়ে এবং অন্যান্য ছোট অস্ত্র দিয়ে হামলা চালায় সীমান্তের ভারতীয় অংশে। নিয়ত্রণরেখার সামনে আখনুর ও সুন্দরবনী সেক্টরে ওই হামলার ফলে নিহত হন একজন ভারতীয় সেনা এবং আহত হন চারজন। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানান, করমজিৎ সিং নামের এক রাইফেলম্যান গুরুতর আহত হন। তারপর তাঁর মৃত্যু হয়।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার আত্মঘাতি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর দুই দেশর মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর থেকে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের বেশ কয়েকটি অভিযোগ করেছে।