হানিফ পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই তরিকুল ইসলাম জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গের হিলি যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় পৌছলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একই কোম্পানীর অপর একটি বাস রোড ডিভাইডার থাকা সত্বেও রাস্তার ডান দিকে (রঙ সাইডে) ঢুকিয়ে দেয়। ফলে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।