আগামী শুক্রবার নিউজিল্যান্ডের টিভি ও বেতারকেন্দ্রগুলো থেকে এক যোগে জুম’আর নামাজের আযান প্রচার করা হবে। তার আগে সে দিন নিউজিল্যান্ডের পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে। একজন সন্ত্রাসী যখন দুইটি সম্প্রদায়ের মধ্যে বিভাজন, বিদ্বেষ, হিংসা আর সংঘাত ছড়াতে চেয়েছে তখন তারা তার জবাব দিচ্ছে এভাবে সম্প্রী্তির বুননে। এভাবেই তারা সেই সন্ত্রাসীর উদ্দেশ্যকে পরাজিত করছে। এতে সন্রাসবাদ সামগ্রিকভাবে কতটুকু পরাজিত হবে তা ভবিষ্যত হয়তো বলবে। কিন্তু নিউজিল্যান্ডের এই পদক্ষেপ সঠিক পথে আছে বলেই মনে করি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডন এবং নিউজিল্যান্ডারদের প্রতি এক আকাশের ভালোবাসা। একমাত্র ভালোবাসা দিয়েই ঘৃণার মোকাবেলা করা সম্ভব, সন্ত্রাসবাদকে পরাস্ত করা সম্ভব।