অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা সম্পর্কে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের মন্তব্যকে ‘হঠকারী’ ও ‘অত্যন্ত আক্রমণাত্মক’ আখ্যায়িত করে এর তীব্র সমালোচনা করেন।
মরিসন সতর্ক করে বলেন, এরদোগানের এ ধরনের মন্তব্যের কারণে দুদেশের মধ্যে সম্পর্কের বিষয়টি নিয়ে তিনি নতুন করে বিবেচনা করতে বাধ্য হবেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তুরস্কের নেতা তার নির্বাচনী সমাবেশে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখান। তিনি এই হামলার ঘটনাকে তুরস্ক ও ইসলামের ওপর হামলা হিসেবে উপস্থাপন করেন।
ওই কাপুরুষোচিত জঘন্য হামলায় মসজিদে নামাজ পড়া অবস্থায় ৫০ জন নিহত হন।
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ওই হামলাকারীর মতো মনোভাবাপন্ন মুসলিম বিরোধী অস্ট্রেলীয়দেরও সতর্ক করেন। যে এ ধরনের ঘটনা ঘটাবে গ্যারিপলির পূর্বপুরুষদের মতো তাকেও ‘কফিনে উঠতে হবে’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটি ছিল একটি রক্তাক্ত অধ্যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তুর্কি বাহিনীর সঙ্গে সমুদ্র তীরবর্তী শহরটিতে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে ৮ হাজারের বেশি অস্ট্রেলীয় নাগরিক প্রাণ হারায়।
অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে আছে।
মরিসন বলেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান যে মন্তব্য করেছেন আমি তাকে অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত আক্রমণাত্মক মনে করছি। ঠিক এই স্পর্শকাতর ও উত্তেজনাপূর্ণ মুহূর্তে এ ধরনের মন্তব্য অত্যন্ত হঠকারিতামূলক ও বিপজ্জনক।’
নেদারল্যান্ডে হামলাকারী গ্রেফতার
নেদারল্যান্ডের ইউট্রেখটে সোমবার ডাচ পুলিশ তুরস্কে জন্ম নেয়া সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে। ওই হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্মকর্তারা একে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে দেখছেন।
পুলিশ এর আগে সন্দেহভাজন গোকমেন তানিস (৩৭) কে ধরতে বড় ধরনের অভিযান শুরু করে। এ সময় তারা সন্দেহভাজনের ছবি প্রকাশ করে জনসাধারণকে তার থেকে দূরে থাকতে পরামর্শ দেয়।
হত্যাযজ্ঞের পর নেদারল্যান্ডের চতুর্থ বৃহত্তম নগরীটিতে মসজিদ ও স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়।
একটি ভবনকে চারদিক থেকে ঘেরাও করে ভারী অস্ত্রধারী কর্মকর্তারা হামলাকারীকে গ্রেফতার করে।
ডাচ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই ঘটনার কারণ বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
তবে প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন, তদন্ত কর্মকর্তারা পরিবারিক কলহসহ অন্য যে কোন কারণ খতিয়ে দেখবে।
ইউট্রেখট পুলিশের প্রধান রব ভ্যান ব্রি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এইমাত্র জানতে পারলাম যে যাকে আমরা খুঁজছি তাকে গ্রেফতার করা হয়েছে।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী রুটগার জেউকেন বলেন, ‘মনে হচ্ছে এটি একটি সন্ত্রাসী হামলার ঘটনা।’
২৪ ওকটোবরপ্লেইনের কাছে এ হামলা চালানো হয়। এক প্রত্যক্ষদর্শী সম্প্রচারকেন্দ্র এনওএস কে জানায়, তারা এক আহত নারীকে ট্রাম থেকে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসতে দেখেন।
হামলার প্রায় সাতঘন্টা পর ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে।