তনু হত্যার ৩ বছর আজ : ঘাতকদের খোঁজ আজও মিলেনি

কুমিল্লায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ৩ বছর পূর্ণ হলো আজ ২০ মার্চ। আলোচিত এ হত্যাণ্ডের ঘাতকদের শনাক্ত করতে পারেনি তদন্তকারী সংস্থা।

এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী তোলপাড় হয়েছে- তদন্তকারী বদলেছে। থানা পুলিশ ও ডিবির পর মামলার তদন্ত করছে কুমিল্লা সিআইডি। কিন্তু কোনো সমাধান হয়নি হত্যা রহস্যের।

এ বিষয়ে তনুর মা আনোয়ারা বেগম গণমাধ্যমকে বলেন, তদন্তের দায়িত্বে থাকা সিআইডি কর্মকর্তাকে মাঝেমধ্যে মোবাইলে কল দিই। কিন্তু ফোন রিসিভ করেন না। অফিসে গেলেও পাওয়া যায় না। যে কারণে মামলার অগ্রগতি সম্পর্কে আমরা অন্ধকারে। তিনি বলেন, তনুর বাবা ও আমি খুব অসুস্থ হয়ে পড়েছি।

মামলার অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা ও সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ জানান, স্পর্শকাতর এ মামলার তদন্ত চলছে।

তিনি বলেন, সন্দেহভাজনদের ডিএনএ প্রোফাইল মেচিং রিপোর্ট পেলে হত্যারকারীদের চিহ্নিত করা যাবে।

২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে একটি জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top