ঢাকাWednesday , 20 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

তনু হত্যার ৩ বছর আজ : ঘাতকদের খোঁজ আজও মিলেনি

Link Copied!

কুমিল্লায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ৩ বছর পূর্ণ হলো আজ ২০ মার্চ। আলোচিত এ হত্যাণ্ডের ঘাতকদের শনাক্ত করতে পারেনি তদন্তকারী সংস্থা।

এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী তোলপাড় হয়েছে- তদন্তকারী বদলেছে। থানা পুলিশ ও ডিবির পর মামলার তদন্ত করছে কুমিল্লা সিআইডি। কিন্তু কোনো সমাধান হয়নি হত্যা রহস্যের।

এ বিষয়ে তনুর মা আনোয়ারা বেগম গণমাধ্যমকে বলেন, তদন্তের দায়িত্বে থাকা সিআইডি কর্মকর্তাকে মাঝেমধ্যে মোবাইলে কল দিই। কিন্তু ফোন রিসিভ করেন না। অফিসে গেলেও পাওয়া যায় না। যে কারণে মামলার অগ্রগতি সম্পর্কে আমরা অন্ধকারে। তিনি বলেন, তনুর বাবা ও আমি খুব অসুস্থ হয়ে পড়েছি।

মামলার অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা ও সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ জানান, স্পর্শকাতর এ মামলার তদন্ত চলছে।

তিনি বলেন, সন্দেহভাজনদের ডিএনএ প্রোফাইল মেচিং রিপোর্ট পেলে হত্যারকারীদের চিহ্নিত করা যাবে।

২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে একটি জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।