স্টাফ রিপোর্টার (হালুয়াঘাট অফিস) : অবশেষে হালুয়াঘাটের রাস্তা মেরামত শুরু হয়েছে। তবে নিম্নমানের কাজ ও উপকরণ সরবরাহ করায় উপজেলার সাধারণ মানুষ খুশি নন।
ফুলপুর মহাসড়ক থেকে হালুয়াঘাট পযর্ন্ত যান চলাচলার মত একটি মাত্রই রাস্তা, এর বিকল্প আর কোনো রাস্তা নেই। সড়কে নেই কোনো যানবাহন চলাচলের তেমন ব্যবস্থা। অনেক দিন ধরে হয় না মহাসড়কের মেরামত এর কাজ। ইতোপূর্বে ময়মনসিংহ লাইভ ডটকমসহ অন্যান্য নিউজ পেপারে নিউজ করার পড়ে চোখ পড়লো কর্তৃপক্ষের। তবে রাস্তা মেরামতের কাজে জনগন খুশি হননি বলে জানা যায়।
কারণ রাস্তা মেরামতের জন্য অন্য কোনো রাস্তা থেকে আনা পিছের ভাঙ্গা দিয়ে চলছে নির্মান কাজ।রাস্তার ভেতর তৈরি হওয়া বড় বড় গর্ত বন্ধের কাজ চলছে।
হালুয়াঘাটের ধারা বাজার এলাকায় দেখা যায় এমন কান্ড। এলাকাবাসীর দাবি রাস্তা মেরামত করতে সময় লাগে লাগবে তবে ভালোভাবে কাজ করতে হবে না। এমন কাজ করলে আর কয় দিন থাকবো ১৫/২০ দিন।
এলাকাবাসির দাবি, প্রয়োজনে আরো সময় নেওয়া হোক তবু কাজ ভাল করে করা হোক। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।