খাগড়াছড়ি জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

রাঙ্গামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়িতে ৯ জনকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং তিন জেলার মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমাকে উপজাতি সন্ত্রাসীদের উস্কানিদাতা হিসেবে উল্লেখ করে তার অপসারণ দাবিতে বুধবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
মঙ্গলবার সন্ধ্যায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বাঘাইছড়িতে ব্রাশফায়ার করে নির্মম হত্যাকান্ডের ঘটনায় খাগড়াছড়ি জেলা সদর, মাটিরাঙ্গা ও রাঙ্গামাটিতে প্রতিবাদ সমাবেশ করে সন্ত্রাসীদের আটক করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলেও ১৮ ঘন্টা পরও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ হরতাল কর্মসূচী দেয়া হলো।

রোগী বহনকারী গাড়ি, শিশু খাদ্যবহনকারী গাড়ি ও পর্যটক বহনকারী গাড়িকে হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top