সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সাথে থাকবো : ডাকসু ভিপি

সাধারণ শিক্ষার্থীরা যা চাইবেন সেটাই গ্রহণ করবেন বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি নুরুল হক নুরু।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা পুনঃ নির্বাচন চাচ্ছেন তারা ইতোমধ্যে ভিসির সাথে দেখা করেছেন। ভিসি স্যার তাদের অভিযোগগুলো তদন্তের আশ্বাস দিয়েছেন। আরো যেসব সমস্যা হয়েছে তা সমাধানের আশ্বাস দিয়েছেন। এখন কিন্তু একটা প্রক্রিয়া চলছে। সেই অবস্থায় আমি বলেছি সাধারণ শিক্ষার্থীরা যা চাইবে সেটাই আমি নেমে নিব। তারা যদি চাই আমার দায়িত্ব গ্রহণ করা ঠিক হবে। তাহলে আমি দায়িত্ব নিব না। তাদের সাথে একমত পোষণ করে আন্দোলন চালিয়ে যাব।

এক প্রশ্নের জবাবে নুর বলেন, ২৩ তারিখ ডাকসুর প্রথম কার্যদিবস হলেও আমি মনে করি অনেক সময় আমাদের হাতে আছে। এক ঘন্টায়ও অনেক কিছু পরিবর্তন করে দেয়া সম্ভব।

আমি মনে করি সব স্থানে শিক্ষার্থীরা ভোটে অংশ নিতে পারেনি। আবার সঠিকভাবে ভোট গণনাও না হওয়াতে আজ অনেক প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে।

গণভবনে যাওয়ার বিষয়ে নুরুল হক বলেন, সেখানে অনেকের আপত্তি থাকলেও অধিকাংশ মত দেয়াতে আমি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছিলাম।

একইভাবে আমি সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে সব আন্দোলন ও সংগ্রামে সাথে থাকবো।

এর আগে সোমবার ভিসির কার্যালয়ের সামনে পাঁচ দফা দাবিতে অবস্থান নেন নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেলে নেতা-কর্মীরা। সেখানে তার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার অসুস্থতার কারণে সেখানে উপস্থিত হতে পারিনি। তবে শিক্ষার্থীদের যে কোনো গ্রহণযোগ্য ও অধিকার আদায়ের আন্দোলনে শতভাগ সাথে থাকবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top