জাককানইবি প্রতিনিধিঃ ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার় ক্লাবের বাৎসরিক সদস্য সংগ্রহ প্রক্রিয়ার অংশ হিসেবে “ক্যারিয়ার ক্লাব রিক্রুটমেন্ট থ্রি-পয়েন্ট জিরো” শিরোনামে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
তিন দিনব্যাপী(সোমবার-মঙ্গলবার-বুধবার) সদস্য সংগ্রহ প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার বিশ্বিবিদ্যালয়টির জয় বাংলা মোড়ে সকাল ১০ টা হতে বিকেল ৫টা পর্যন্ত অস্থায়ী বুথের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে সদস্য ফরম বিতরণ ও জমা
নিবে ক্লাবটি।
ক্লাবটির সদস্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ক্যারিয়ার ক্লাবের মানবসম্পদ ব্যবস্থাপনা প্রধান নিলয় মন্ডল জানান, সদস্য সংগ্রহের উদ্দেশ্যে আমরা বছরে দুইবার মেম্বার রিক্রটমেন্ট ক্যাম্পের আয়োজন করে থাকি,তারই ধারাবাহিকতায় চলতি বছরে শুরুতে সীমিত সংখ্যক সদস্য সংগ্রহের উদ্দেশ্যে ‘রিক্রুটমেন্ট ৩.০’ কার্যক্রমটি হাতে নিয়েছে ক্লাবটি।আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে মেম্বারশিপ ফর্ম বিতরণ ও নির্দিষ্ট সময়ের মধ্যে সকল ফর্ম গুলো সংগ্রহ করে যাচাই বাছাইয়ের মাধ্যমে ত্রুটিহীন ভাবে ফর্ম পূরণকারীদের লিখিত পরিক্ষা ও ভাইভার জন্য মনোনীত করা হয়।সফলভাবে লিখিত ও ভাইবা উত্তীর্ণ শিক্ষার্থীদের সরাসরি মেম্বার হিসেবে যোগদান করে যোগ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে জুুুুনিয়র মেম্বার,সিনিয়র মেম্বার ও এক্সিকিউটিভ পদে যাওয়ার সুযোগ রয়েছে, এছাড়াও ভাইভাতে বাদপড়া শিক্ষার্থীদে হতাশ না করে পরবর্তী মেম্বার রিক্রুটমেন্ট
ক্যাম্পে অগ্রাধিকার দেয়া হয় বলেও জানান তিনি।
নিয়মিত ক্লাব কার্যক্রমের অংশ হিসেবে বছরব্যাপী বিভিন্ন ওয়ার্কশপ, কনফারেন্স, সেমিনার, কুইজ,পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন কম্পিটিশন আয়োজনের কার্যক্রম সমূহ তুলে ধরে আত্ন-উন্নয়নে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার আহবান জানান তিনি।