ঢাকাMonday , 18 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থতার কারণে আদালতে হাজির করা হয়নি খালেদা জিয়াকে

Link Copied!

গ্যাটকো দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থতার কারণে আদালতে হাজির করা হয়নি। তাই এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ মার্চ নতুন তারিখ ঘোষণা করেছেন আদালত।

পুরাতন ঢাকার বকশিবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে আজ সোমবার এ মামলায় অভিযোগ গঠনের ব্যাপারে শুনানির দিন ধার্য ছিল।

আজ খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুর রেজাক খান, মাসুদ আহমেদ তালুকদার, আমিনুল ইসলাম ও জয়নুল আবেদিন মেজবাহ।

পরে মাসুদ আহমেদ তালুকদার নয়া দিগন্তকে জানান, অসুস্থতার কারণে খালেদা জিয়াকে আজ আদালতে হাজির করা হয়নি। কারাগার থেকে পাঠানো কাস্টডি ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) ও চিকিৎসকের রিপোর্টে এ কথা বলা হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবীরা আদালতেক জানান, আজ এ মামলার বেশিরভাগ আসামিকে হাজির করা হয়নি। তাছাড়া এ মামলার নথিপত্র চেয়ে করা আবেদনে আদালত তদন্ত কর্মকর্তাকে যে নির্দেশ দিয়েছিলেন তিনি সেসব নথি সরবরাহ করেননি। তাই শুনানির প্রস্তুতির জন্য আরো সময় প্রয়োজন।

পরে শুনানি শেষে আদালত নতুন তারিখ ধার্য করেন।

দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদক বেগম খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় গ্যাটকো মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৩ মে চারদলীয় জোট সরকারের নয়জন সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।