চীনে ১৩০০০ ‘সন্ত্রাসী’ আটক

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৩ হাজার ‘সন্ত্রাসী’ আটক হয়েছে। সোমবার এ কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিতর্কিত ‘মৌলবাদবিরোধী’ অভিযানের পক্ষ নিয়ে এ ঘোষণা দেয়া হলো।

বন্দিশিবির নিয়ে আন্তর্জাতিক প্রবল চাপের মুখে রয়েছে চীন। এসব শিবিরে ১০ লাখের মতো উইঘুর ও অন্য মুসলমান জনগোষ্ঠী আটক রয়েছে।

অবশ্য চীন এসব কেন্দ্রকে বন্দিশিবির বলছে না, বলা হচ্ছে ‘কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’।

চীন বলছে উগ্রবাদের বিস্তার প্রতিরোধে এসব কেন্দ্র চালু করা হয়েছে। আটককৃতদের প্রশিক্ষণের মাধ্যমে এ পথ থেকে ফেরানোই উদ্দেশ্য।

একটি শ্বেতপত্রে সরকার বলেছে, কর্তৃপক্ষ নম্রতা ও কঠোর সমন্বয়ে একটি নীতি গ্রহণ করেছে।

এতে আরো বলা হয়েছে, ‘২০১৪ সাল থেকে জিনজিয়াংয়ে ১ হাজার ৫৮৮টি সহিংতা ও সন্ত্রাসী গ্যাং ধ্বংস করা হয়েছে। আটক করা হয়েছে ১২ হাজার ৯৯৫ সন্ত্রাসীকে। ২ হাজার ৫২টি ধ্বংসাত্মক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। ৪ হাজার ৮৫৮টি অবৈধ ধর্মীয় কর্মকাণ্ডের দায়ে ৩০ হাজার ৬৪৫ জন লোককে দণ্ড দেয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ২২৯ কপি অবৈধ ধর্মীয় উপকরণ।’ সূত্র : আলজাজিরা

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top