স্টাফ রিপোর্টার : ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এ শ্লোগান নিয়ে ময়মনসিংহে ২ দিনব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে নগরীর নওমহল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে শিক্ষা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। উল্লেখ্য, মানসম্মত শিক্ষার পাঠদান সম্পর্কিত বিভিন্ন উপকরন নিয়ে জেলার ১৩টি উপজেলার ১৩টি স্টল মেলায় অংশ নেয়। আলোচনা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।